১ম অধ্যায়
প্রানীজগতের শ্রেনীবিন্যাস
১.
ক. শ্রেনীবিন্যাস কি ?
খ. বৈজ্ঞানকি সাম বলতে কি বুঝায় ?
গ. P প্রানীটি কোন শ্রেণরি প্রানী ব্যাথ্যা কর
।
ঘ. প্রানী দুইটি ভিন্ন শ্রেনীতে থাকার কারন বিশ্লেষন
কর ।
২. রাহাতের গায়ে মশায় কামড় দেয়া মাত্র সে এটিকে
হাত চাপা দিয়ে ধরে ফেলল । একটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সে এর উপাঙ্গ, চক্ষু ও দেহাবরন পর্যবেক্ষন
করল । পরবর্তীতে
সে তার পাঠ্যপুস্তকের জ্ঞানের আলোকে এটিকে শ্রেনীগত অব্স্থান বোঝার চেষ্টা করল ।
ক. ফিতাকৃর্মি কোন পর্বের প্রানী ?
খ. মানব দেহে নটোকর্ডের অব্স্থান ব্যাথ্যা কর ।
গ. রাহাতের পর্যবেক্ষনের আলোকে প্রানীটিরি শ্রেনীগতৱ
অবস্থান ব্যাখ্যা কর ।
ঘ. প্রানীটির শ্রেনীগত অবস্থান জানা রাহাতের জন্য
প্রয়োজন কেন ? বিশ্লেষন কর?
২য় অধ্যায়
জীবের বৃদ্ধি ও বংশগতি
১. ফরাবি স্যার বিজ্ঞান ক্লাসে কোষ বিভাজন নিয়ে
আলোচনা করেছিলেন । তিনি বললেন কোষ বিভাজনের একটি ধাপে নিউক্লিয়াসে অবস্খিত সুতার মতো অংশের সেন্টোমিয়ার
দুইভাগ হয়ে যায় । ফলে বিভাজিত কোষে এর অসংখ্য অপরিবর্তিত থাকে ।
ক. কোন ধরনের কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয় ।
খ. অ্যামাইটোসিস বলতে কি বোঝায় ? ব্যাখ্যা কর ।
গ. ফারাবী স্যারের বর্নিত বিশেষ ধাপটি সচিত্র বর্নানা
কর।
ঘ. ফারাবী স্যারের বর্নিত সুতার মতো অংশটির ভুমিকা
বিশ্লেষন কর ।
তৃতীয় অধ্যায়
ব্যাপন অভিস্রবন ও প্রস্বেদন
১. জারিফের আম্মা একদিন সেমাই রান্না করার জন্য
কিসমিস ভিজিয়ে রাখলেন । কিছুক্ষন পরে জারিফ লক্ষ করল , কিসমিস গুলো ফুলে গেছে । অন্যদিকে
জারিফের বোন রংতুলি দিয়ে ছবি আকছিল । এ সময় হঠাৎ করে রংতুলিতে থাকা কিছুটা রং গ্লাসের পানির মধ্যে পানিতে ছরিয়ে গেল
।
ক. ভেদ্য পর্দা কাকে বলে ?
খ. ইমবাইবিশন বলতে কি বোঝায় ?
গ. কোন প্রক্রিয়ায় জারিফের বোনের রং পানিতে ছরিয়ে
গেল ? ব্যাখ্যা কর ।
ঘ. জারিরফের লক্ষকরা কিসমিস ফুলে যাওয়ার প্রক্রিয়া
উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ন কেন ?
২. মাদরাসা থেকে বাসায় ফিরে আদিবা লক্ষ করল,
টবে থাকা গাছগুলো সব নেতিয়ে পড়ছে । বিকেল বেলা সে গাছগুলোতে পানি দিল । পরদিন সকালে দেখল গাছগুলো সতেজতা ফিরে পেয়েছে ।
ক. ব্যপন কাকে বলে ?
খ. প্রস্বেদনকে কেন Necessary evil বলা হয় ?
গ. টবে থাকা গাছগুলো নেতিয়ে পড়ার কারন কী
? ব্যাখ্যা কর ।
ঘ. পরবর্তীতে গাছগুলো কিভাবে সতেজতা ফিরে পেল
? বিশ্লেষন কর।
৪র্থ অধ্যায়
উদ্ভিদের বংশ বৃদ্ধি
১. চিত্র
ক. প্রজনন কাকে বলে ?
খ. পরাগায়ন বলতে কী বোঝায় ?
গ. M, N, O, P অংশের সমন্বয়ে গঠিত উদ্ভিদ অঙ্গটির
লম্বচ্ছেদের চিহ্নিত চ্ত্রি আক ।
ঘ. M, N, P এর মধ্যে কোন দুটি অংশ উদ্ভিদের বংশ
বিস্তারে অধিক গুরুত্বপূর্ন ? যুক্তিসহ তুলে ধর ।
২. চিত্র
ক. অঙ্গজ প্রজনন কাকে বলে ?
খ. অঙ্কুরোদগম বলতে কী বোঝায় ?
গ. P ও Q ফুলের মধ্যে পরাগায়ন
ব্যাখ্যা কর ।
ঘ. চিত্রে কোন পরাগায়নটি নতুন বৈশিষ্ট্য সৃষ্টিতে
ভুমিকা পালন করে ? তুলনা মূলক আলোচনা কর।
৫ম অধ্যায়
সমন্বয় ও নিঃসরন
১. চিত্র
ক. হরমোন কি ?
খ. উদ্ভিদের অক্সিনের ভুমিকা ব্যাখ্যা কর ।
গ. মানুষের গুরুমস্তিষ্কে উপরের কোষটির অবস্থান
ব্যাখ্যা কর ।
ঘ. মানরদেহে উদ্দীপনা পরিবহনে উপরের কোষের গুরুত্ব
বিশ্লষন কর ।
২. জাহিদ খুব মনোযোগ দিয়ে স্নায়ুতন্ত্রের একক আকছিল। এমন সময় তার
বোন জারিয় পিছন থেকে পিঠে খোচা দিল । জাহিদ পিছনে না তাকিয়েই তৎক্ষনাত তার হাত ধরে ফেলল । জাহিদ তখন জারিয়াকে বলল যে তার হাত ধরার সাথে তার অঙ্কনের বিষয়ের
সম্পর্ক রয়েছে ।
ক. মানবদেহের প্রধান রেচন অঙ্গ কি ?
খ. ট্রফিক চলন বলতে কী বোঝায় ?
গ. জাহিদ যা আকছিল তার গঠন বর্ননা কর ।
ঘ. জারিয়ার হাত ধরতে পারার সাথে জাহিদের দেহের
স্নায়ুবিক প্রক্রিয়াটি কিভাবে জড়িত বিশ্লষন কর ।
ষষ্ঠ অধ্যায়
পরমানুর গঠন
১. X পরমানুর পারমানবিক সংখ্যা ১১ । অন্যদিকে Y পরমানুর পারমানবিক সংখ্যা ১৭ এবং নিউটন সংখ্যা ১৮ ।
ক. কার্বনের আইসোটোপ কয়টি ?
থ. ক্যাটায়ন বলতে কি বোঝায় ?
গ. Y পরমানুর ভরসংখ্য কত ?
ঘ. X ও Y পরমানুর ইলেকট্রন
বিণ্যাস প্রদর্শনপূর্বক এদের বন্ধন তৈরি করা সক্ষমতা ব্যাখ্যা কর
৭ম অধ্যায়
পৃথিবী
ও মহাকর্ষ
১। নুহা তাদরে বাসায় পাচতলা ছাদে ওঠে ৫০গ্রাম ভরের একটি পাথর এবঙ এক টুকরা কাগজ একসাথে নিচে ফেলে দিল ।
মাটিতে দাড়ানো নুহার ছোট ভাই লক্ষ করল , পাথরটি কাগজের আগেই মাটিতে পৌছায় ।
(ক) অভিকর্ষ কি?
(খ) অভিকর্ষজ ত্বরন বলতে কি বোঝায় ?
(গ) পাথরটির ওজন নির্নয় কর।
(ঘ) পাতরটি আগেই মাটিতে পড়ার কারন বিশ্লষন কর ।
২।একটি বস্তুর ভর ১২০ কেজি ।
একটি রকেটে করে একে চাদে নিয়ে যাওয়া হলো ।
এতে দেথা গেল বস্তুটির বরের কোন পরিবর্তন না ঘটলেও ওজনের পরিবর্তন ঘটল ।
ক. ভর কাকে বলে ?
খ. ভর ও জনের পর্থক্য কী ?
গ. চাঁদে বস্তুর ওজন কত হবে তা নির্নয় কর ্
ঘ. চাদে বস্তুর ওজনরে কেন পরিবর্তন ঘটল ব্যাখ্যা কর ।
৮ম অধ্যায়
রাসায়নিক
বিক্রিযা
১। ফাহাদ ও ফারহান কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটালো, বিক্রিয়াগুলো নিম্নরুপ:




ক. খাবার সোডার সংকেত কি?
খ. Ii নং বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া তা ব্যাখ্যা
কর।
গ. উদ্দীপকে যে বি্ক্রিয়ায় মৌলিক গ্যাস উৎপন্ন
হয় তা ব্যাখ্যা কর ।
ঘ. I ও ii নং বিক্রিয়া দুটি
সংযোজন হলেও এদের মধ্যে ভিন্নতা রয়েছ বশ্লেষন কর ।
২। তামান্না তার পুতুলে ব্যাটারির সংযোগ দিয়ে পুতুল নাচ দেখছিল । এমন সময় বিদ্যুত
চলে যাওয়ায় ওর চোট বোন তাহসিনা একটি মোম জালিয়ে আনল ।
ক. প্রশমন বিক্রিয়া কি ?
খ. লাইম ওয়াটার বলতে কি বোঝায় ?
গ. তামন্নার পুতুলে ব্যবহৃত ব্যাটারির গঠন ব্যাখ্যা
কর ।
ঘ. পুতুল ও মোমবাতির শক্তির কী ধরনরে রুপান্তর
ঘটে ? বিশ্লেষন কর ।
নবম অধ্যায়
বর্তনী ও চলবিদ্যুত
১. হক সাহেব তার অফিস কক্ষে ৬০ ওয়াটের দুটি বাল্ব সিরিজে সংযুক্ত
করলেন । কিন্তু ১টি ফ্যান ও ১টি টেলিভিশন প্যারালালে সংযুক্ত করলেন ।
ক. বিদ্যুত
প্রবাহ কী ?
খ. ৫
অ্যাম্পিয়ার ফিউজ বলতে কী বোঝায় ?
গ. হক
সাহেবের ব্যবহৃত বৈদ্যুতিক সরজ্ঞামগুলোর সাহায্যে একটি প্যারালাল কর্তনী আক ।
ঘ. বর্তনী
দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক তুলনামূলক আলোচনা করে মতামত দাও ।
২. কাফি সাহেবের বাসায় বৈদ্যুতিক বর্তনীতে ইদানিং প্রা্য়ই ছোটখাটো
সমস্যা দেখা দিচ্ছে । যেমন- সুইচ অন করার সময় শক লাগা, বাল্ব ফিউজ হয়ে
যাওয়া ইত্যাদি । এমতাবস্থায় ইলেকট্রিশিয়ান ডাকা হলে তিনি দুটি যন্ত্রের সাহায্যে বিদ্যুতপ্রবাহ
ও ভোল্টেজ পরীক্ষা করে কিছু ত্রুটি লক্ষ করলেন । তিনি বিদ্যুতের কর্যকর ব্যাবহারে পরিবারের সদস্যদের আরও সচেতন
হওয়ার পরামর্শ দেন ।
ক. রোদ
কী ?
খ. ১০
কিলোওহম বলতে কি বোঝায় ?
গ. যন্ত্র
দুটির সংযোগ প্রক্রিয়া চিত্রের সাহায্যে দেখাও ।
ঘ. বিদ্যুতের
কর্যকরী ব্যাবহারে কাফি সাহেবের পরিবার সচেতন হলে ব্যাক্তিগত ও জাতীয় জীবনে এর কিরুপ প্রভাব পড়বে ?
বিশ্লেষন কর ।
দশম অধ্যায়
অম্ল, ক্ষারক ও লবন
১. ফারাহ তৈলাক্ত খাবার খেতে পছন্দ করে। ইদানিং তার
পেটে প্রায়ই ব্যাথ্যা হয় । ডাক্তারের কাছে গেলে ডাক্তার জানালেন তার এসিডিটিক হয়েছে । ডাক্তার তার খাদ্য অভ্যাস পরিবর্তন করার সাথে
সাথে একটি ঔষধ খেতে পরামর্শ দিলেন ।
ক. লবন
কি ?
খ. মিল্ক
অফ লাইম বলতে কী বোঝ ?
গ. ডাক্তার
কি ঔষধ খাবার পরামর্শ দিলেন এবং কেন দিলেন ?
ঘ. উদ্দীপকে
উল্লেখিত এসিডিটি তৈরি হওয়ার উপাদানটি কোন ধরনের যৌগ এবং কেন ? বিশ্লষন কর
২. মানছুরা খানম মাঝে মাঝে পান খান । তিনি একদিন একটি পাত্রে চুন ভিজিয়ে রাখলেন । কিছুক্ষন
পর লক্ষ করলেন , পাত্র থেকে চুন নেয়ার সময় চুনের পানিতে নি:শ্বাস পড়ায় পানিটা ঘোলা হয়ে গেল ।
ক. ক্ষার
কী ?
খ. চুনের
পানি ঘোলা হওয়ার কার কি ?
গ. মানছুরা
খানমের পাত্রে ভিজানো যৌগটির বিভিন্ন ক্ষেত্রে ব্যাবহার ব্যাখ্যা কর ।
ঘ. উদ্দীপকে
উৎপন্ন ১ম যৌগটি ক্ষার ও ক্ষারক উভয় ধর্ম প্রদর্শন করে, বিশ্লেষন
কর ।
একাদশ অধ্যায়
আলো
১. আনিস একদিন গোসল করতে গেল । সে পুকুরের স্বচ্ছ পানিতে দৃশ্যমান সিড়িতে পা রাখল । কিন্ত সিড়িটি
তার ধারনার চয়ে নিচে থাকায় নিচে পড়ে গলে । অন্যদিকে তার ছোট ভাই পুকুরে সড়কি দিয়ে মাছ ধরতে গেল । কিন্ত সঠিক
অবস্থানে সড়কি নিক্ষেপ না করায় সে মাছ ধরতে ব্যার্থ হলো ।
ক. আলোর
প্রতিসরন কি ?
খ. আলোক
রশ্মির দিক পরিবর্তন করার কারন কী ?
গ. পুকুরে
আনিসের পড়ে যাওয়ার কারন ব্যাখ্যা কর ।
ঘ. কী
ধরনের কৌশল ব্যবহার করলে আনিসের ছোট ভাইয়ের মাছ শিকার করা সম্ভব হতো ? যক্তিসহ মতামত দাও ।
দ্বাদশ অধ্যায়
মহাকাশ ও উপগ্রহ
১. মাছ ধরার নৌকার মালিক বকর সওদাগর রেডিওতে শুনতে পেলেন বঙ্গোপসাগরের
দক্ষিনে ঘূর্নিঝড় ঘনিভূত হয়েছে ।যে কোন সময় উপকূলে আগাত হানতে পারে । কক্সবাজার সমুদ্রবন্দরকে তিন নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে
এবং মাছ ধরার নৌকাকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে ।
ক. কৃত্রিম
উপগ্রহ কাকে বলে ?
খ. মহাবিশ্ব
বলতে কি বোঝায় ?
গ. রেডিও
অফিসে ঘূর্নিঝড় ঘনিভূত হওয়ার তথ্য পাওয়াতে বকর সওদাগরের কী উপকার হলো ?
ঘ. আবহাওয়া
বার্তাটি বকন সওদাগর ও উপকূল বাসীদের কীভাবে সতর্ক করতে পারে । ব্যাখ্যা
কর ।
২. চিত্র
ক. মহাশূন্য
কাকে বলে ?
খ. চাদ
ও কৃত্রমি উপগ্রহের মধ্যে পর্থক্য ব্যাখ্যা কর ।
গ. P কোন ধরনের জ্যোতিষ্ক ? ব্যাখ্যা কর ?
ঘ. P, Q, R সম্পর্কে তুলনা মুলক আলোচনা কর ।
I need answers all this questions....
ReplyDeleteHow can I get...?
এর উত্তর গুলো কই পাবো
ReplyDeleteAnswer please
Delete