Skip to main content

অষ্টম শ্রেনী বিজ্ঞান (সৃজনশীল প্রশ্ন)

১ম অধ্যায়
                  প্রানীজগতের শ্রেনীবিন্যাস
.
. শ্রেনীবিন্যাস কি ?
. বৈজ্ঞানকি সাম বলতে কি বুঝায় ?
. P প্রানীটি কোন শ্রেণরি প্রানী ব্যাথ্যা কর
. প্রানী দুইটি ভিন্ন শ্রেনীতে থাকার কারন বিশ্লেষন কর
. রাহাতের গায়ে মশায় কামড় দেয়া মাত্র সে এটিকে হাত চাপা দিয়ে ধরে ফেলল একটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সে এর উপাঙ্গ, চক্ষু ও দেহাবরন পর্যবেক্ষন করল পরবর্তীতে সে তার পাঠ্যপুস্তকের জ্ঞানের আলোকে এটিকে শ্রেনীগত অব্স্থান বোঝার চেষ্টা করল
. ফিতাকৃর্মি কোন পর্বের প্রানী ?
. মানব দেহে নটোকর্ডের অব্স্থান ব্যাথ্যা কর
. রাহাতের পর্যবেক্ষনের আলোকে প্রানীটিরি শ্রেনীগতৱ অবস্থান ব্যাখ্যা কর
. প্রানীটির শ্রেনীগত অবস্থান জানা রাহাতের জন্য প্রয়োজন কেন ? বিশ্লেষন কর?


২য় অধ্যায়

জীবের বৃদ্ধি ও বংশগতি
. ফরাবি স্যার বিজ্ঞান ক্লাসে কোষ বিভাজন নিয়ে আলোচনা করেছিলেন তিনি বললেন কোষ বিভাজনের একটি ধাপে নিউক্লিয়াসে অবস্খিত সুতার মতো অংশের সেন্টোমিয়ার দুইভাগ হয়ে যায় ফলে বিভাজিত কোষে এর অসংখ্য অপরিবর্তিত থাকে
. কোন ধরনের কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয়
. অ্যামাইটোসিস বলতে কি বোঝায় ? ব্যাখ্যা কর
. ফারাবী স্যারের বর্নিত বিশেষ ধাপটি সচিত্র বর্নানা কর
. ফারাবী স্যারের বর্নিত সুতার মতো অংশটির ভুমিকা বিশ্লেষন কর





তৃতীয় অধ্যায়

ব্যাপন অভিস্রবন ও প্রস্বেদন
. জারিফের আম্মা একদিন সেমাই রান্না করার জন্য কিসমিস ভিজিয়ে রাখলেন কিছুক্ষন পরে জারিফ লক্ষ করল , কিসমিস গুলো ফুলে গেছে অন্যদিকে জারিফের বোন রংতুলি দিয়ে ছবি আকছিল এ সময় হঠাৎ করে রংতুলিতে থাকা কিছুটা রং গ্লাসের পানির মধ্যে পানিতে ছরিয়ে গেল
. ভেদ্য পর্দা কাকে বলে ?
. ইমবাইবিশন বলতে কি বোঝায় ?
. কোন প্রক্রিয়ায় জারিফের বোনের রং পানিতে ছরিয়ে গেল ? ব্যাখ্যা কর
. জারিরফের লক্ষকরা কিসমিস ফুলে যাওয়ার প্রক্রিয়া উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ন কেন ?

. মাদরাসা থেকে বাসায় ফিরে আদিবা লক্ষ করল, টবে থাকা গাছগুলো সব নেতিয়ে পড়ছে বিকেল বেলা সে গাছগুলোতে পানি দিল পরদিন সকালে দেখল গাছগুলো সতেজতা ফিরে পেয়েছে
. ব্যপন কাকে বলে ?
. প্রস্বেদনকে কেন Necessary evil বলা হয় ?
. টবে থাকা গাছগুলো নেতিয়ে পড়ার কারন কী ? ব্যাখ্যা কর
. পরবর্তীতে গাছগুলো কিভাবে সতেজতা ফিরে পেল ? বিশ্লেষন কর


৪র্থ অধ্যায়

উদ্ভিদের বংশ বৃদ্ধি
. চিত্র
. প্রজনন কাকে বলে ?
. পরাগায়ন বলতে কী বোঝায় ?
. M, N, O, P অংশের সমন্বয়ে গঠিত উদ্ভিদ অঙ্গটির লম্বচ্ছেদের চিহ্নিত চ্ত্রি আক
. M, N, P এর মধ্যে কোন দুটি অংশ উদ্ভিদের বংশ বিস্তারে অধিক গুরুত্বপূর্ন ? যুক্তিসহ তুলে ধর
. চিত্র
. অঙ্গজ প্রজনন কাকে বলে ?
. অঙ্কুরোদগম বলতে কী বোঝায় ?
. P Q ফুলের মধ্যে পরাগায়ন ব্যাখ্যা কর
. চিত্রে কোন পরাগায়নটি নতুন বৈশিষ্ট্য সৃষ্টিতে ভুমিকা পালন করে ? তুলনা মূলক আলোচনা কর



৫ম অধ্যায়

সমন্বয় ও নিঃসরন
. চিত্র
. হরমোন কি ?
. উদ্ভিদের অক্সিনের ভুমিকা ব্যাখ্যা কর
. মানুষের গুরুমস্তিষ্কে উপরের কোষটির অবস্থান ব্যাখ্যা কর
. মানরদেহে উদ্দীপনা পরিবহনে উপরের কোষের গুরুত্ব বিশ্লষন কর
. জাহিদ খুব মনোযোগ দিয়ে স্নায়ুতন্ত্রের একক আকছিল এমন সময় তার বোন জারিয় পিছন থেকে পিঠে খোচা দিল জাহিদ পিছনে না তাকিয়েই তৎক্ষনাত তার হাত ধরে ফেলল জাহিদ তখন জারিয়াকে বলল যে তার হাত ধরার সাথে তার অঙ্কনের বিষয়ের সম্পর্ক রয়েছে
. মানবদেহের প্রধান রেচন অঙ্গ কি ?
. ট্রফিক চলন বলতে কী বোঝায় ?
. জাহিদ যা আকছিল তার গঠন বর্ননা কর
. জারিয়ার হাত ধরতে পারার সাথে জাহিদের দেহের স্নায়ুবিক প্রক্রিয়াটি কিভাবে জড়িত বিশ্লষন কর


ষষ্ঠ অধ্যায়

পরমানুর গঠন

. X পরমানুর পারমানবিক সংখ্যা ১১ অন্যদিকে Y পরমানুর পারমানবিক সংখ্যা ১৭ এবং নিউটন সংখ্যা ১৮
. কার্বনের আইসোটোপ কয়টি ?
. ক্যাটায়ন বলতে কি বোঝায় ?
. Y পরমানুর ভরসংখ্য কত ?
. X Y পরমানুর ইলেকট্রন বিণ্যাস প্রদর্শনপূর্বক এদের বন্ধন তৈরি করা সক্ষমতা ব্যাখ্যা কর


৭ম অধ্যায়

পৃথিবী মহাকর্ষ
নুহা তাদরে বাসায় পাচতলা ছাদে ওঠে ৫০গ্রাম ভরের একটি পাথর এবঙ এক টুকরা কাগজ একসাথে নিচে ফেলে দিল মাটিতে দাড়ানো নুহার ছোট ভাই লক্ষ করল , পাথরটি কাগজের আগেই মাটিতে পৌছায়
() অভিকর্ষ কি?
() অভিকর্ষজ ত্বরন বলতে কি বোঝায় ?
() পাথরটির ওজন নির্নয় কর
() পাতরটি আগেই মাটিতে পড়ার কারন বিশ্লষন কর
একটি বস্তুর ভর ১২০ কেজি একটি রকেটে করে একে চাদে নিয়ে যাওয়া হলো এতে দেথা গেল বস্তুটির বরের কোন পরিবর্তন না ঘটলেও ওজনের পরিবর্তন ঘটল
. ভর কাকে বলে ?
. ভর জনের পর্থক্য কী ?
. চাঁদে বস্তুর ওজন কত হবে তা নির্নয় কর
. চাদে বস্তুর ওজনরে কেন পরিবর্তন ঘটল ব্যাখ্যা কর


৮ম অধ্যায়

রাসায়নিক বিক্রিযা
ফাহাদ ফারহান কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটালো, বিক্রিয়াগুলো নিম্নরুপ:
i. কার্বন + অক্সিজেন    তাপ
ii. চুনাপাথর   তাপ
iii. হাইড্রোজেন +অক্সিজেন
iv. জিংক + সালফিউরিক এসিড 
. খাবার সোডার সংকেত কি?
. Ii নং বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া তা ব্যাখ্যা কর
. উদ্দীপকে যে বি্ক্রিয়ায় মৌলিক গ্যাস উৎপন্ন হয় তা ব্যাখ্যা কর
. I ii নং বিক্রিয়া দুটি সংযোজন হলেও এদের মধ্যে ভিন্নতা রয়েছ বশ্লেষন কর
তামান্না তার পুতুলে ব্যাটারির সংযোগ দিয়ে পুতুল নাচ দেখছিল এমন সময় বিদ্যুত চলে যাওয়ায় ওর চোট বোন তাহসিনা একটি মোম জালিয়ে আনল
. প্রশমন বিক্রিয়া কি ?
. লাইম ওয়াটার বলতে কি বোঝায় ?
. তামন্নার পুতুলে ব্যবহৃত ব্যাটারির গঠন ব্যাখ্যা কর
. পুতুল ও মোমবাতির শক্তির কী ধরনরে রুপান্তর ঘটে ? বিশ্লেষন কর


নবম অধ্যায়

বর্তনী ও চলবিদ্যুত
. হক সাহেব তার অফিস কক্ষে ৬০ ওয়াটের দুটি বাল্ব সিরিজে সংযুক্ত করলেন কিন্তু ১টি ফ্যান ও ১টি টেলিভিশন প্যারালালে সংযুক্ত করলেন
. বিদ্যুত প্রবাহ কী ?
. ৫ অ্যাম্পিয়ার ফিউজ বলতে কী বোঝায় ?
. হক সাহেবের ব্যবহৃত বৈদ্যুতিক সরজ্ঞামগুলোর সাহায্যে একটি প্যারালাল কর্তনী আক
. বর্তনী দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক তুলনামূলক আলোচনা করে মতামত দাও

. কাফি সাহেবের বাসায় বৈদ্যুতিক বর্তনীতে ইদানিং প্রা্য়ই ছোটখাটো সমস্যা দেখা দিচ্ছে যেমন- সুইচ অন করার সময় শক লাগা, বাল্ব ফিউজ হয়ে যাওয়া ইত্যাদি এমতাবস্থায় ইলেকট্রিশিয়ান ডাকা হলে তিনি দুটি যন্ত্রের সাহায্যে বিদ্যুতপ্রবাহ ও ভোল্টেজ পরীক্ষা করে কিছু ত্রুটি লক্ষ করলেন তিনি বিদ্যুতের কর্যকর ব্যাবহারে পরিবারের সদস্যদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন
. রোদ কী ?
. ১০ কিলোওহম বলতে কি বোঝায় ?
. যন্ত্র দুটির সংযোগ প্রক্রিয়া চিত্রের সাহায্যে দেখাও
. বিদ্যুতের কর্যকরী ব্যাবহারে কাফি সাহেবের  পরিবার সচেতন হলে ব্যাক্তিগত ও জাতীয় জীবনে এর কিরুপ প্রভাব পড়বে ? বিশ্লেষন কর



দশম অধ্যায়

অম্ল, ক্ষারক ও লবন
. ফারাহ তৈলাক্ত খাবার খেতে পছন্দ করে ইদানিং তার পেটে প্রায়ই ব্যাথ্যা হয় ডাক্তারের কাছে গেলে ডাক্তার জানালেন তার এসিডিটিক হয়েছে ডাক্তার  তার খাদ্য অভ্যাস পরিবর্তন করার সাথে সাথে একটি ঔষধ খেতে পরামর্শ দিলেন
. লবন কি ?
. মিল্ক অফ লাইম বলতে কী বোঝ ?
. ডাক্তার কি ঔষধ খাবার পরামর্শ দিলেন এবং কেন দিলেন ?
. উদ্দীপকে উল্লেখিত এসিডিটি তৈরি হওয়ার উপাদানটি কোন ধরনের যৌগ এবং কেন ? বিশ্লষন কর

. মানছুরা খানম মাঝে মাঝে পান খান তিনি একদিন একটি পাত্রে চুন ভিজিয়ে রাখলেন কিছুক্ষন পর লক্ষ করলেন , পাত্র থেকে চুন নেয়ার সময় চুনের পানিতে নি:শ্বাস পড়ায় পানিটা ঘোলা হয়ে গেল
. ক্ষার কী ?
. চুনের পানি ঘোলা হওয়ার কার কি ?
. মানছুরা খানমের পাত্রে ভিজানো যৌগটির বিভিন্ন ক্ষেত্রে ব্যাবহার ব্যাখ্যা কর
. উদ্দীপকে উৎপন্ন ১ম যৌগটি ক্ষার ও ক্ষারক উভয় ধর্ম প্রদর্শন করে, বিশ্লেষন কর


একাদশ অধ্যায়

আলো
. আনিস একদিন গোসল করতে গেল সে পুকুরের স্বচ্ছ পানিতে দৃশ্যমান সিড়িতে পা রাখল কিন্ত সিড়িটি তার ধারনার চয়ে নিচে থাকায় নিচে পড়ে গলে অন্যদিকে তার ছোট ভাই পুকুরে সড়কি দিয়ে মাছ ধরতে গেল কিন্ত সঠিক অবস্থানে সড়কি নিক্ষেপ না করায় সে মাছ ধরতে ব্যার্থ হলো
. আলোর প্রতিসরন কি ?
. আলোক রশ্মির দিক পরিবর্তন করার কারন কী ?
. পুকুরে আনিসের পড়ে যাওয়ার কারন ব্যাখ্যা কর
. কী ধরনের কৌশল ব্যবহার করলে আনিসের ছোট ভাইয়ের মাছ শিকার করা সম্ভব হতো ? যক্তিসহ মতামত দাও
দ্বাদশ অধ্যায়

মহাকাশ ও উপগ্রহ
. মাছ ধরার নৌকার মালিক বকর সওদাগর রেডিওতে শুনতে পেলেন বঙ্গোপসাগরের দক্ষিনে ঘূর্নিঝড় ঘনিভূত হয়েছে যে কোন সময় উপকূলে আগাত হানতে পারে কক্সবাজার সমুদ্রবন্দরকে তিন নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে এবং মাছ ধরার নৌকাকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে

. কৃত্রিম উপগ্রহ কাকে বলে ?
. মহাবিশ্ব বলতে কি বোঝায় ?
. রেডিও অফিসে ঘূর্নিঝড় ঘনিভূত হওয়ার তথ্য পাওয়াতে বকর সওদাগরের কী উপকার হলো ?
. আবহাওয়া বার্তাটি বকন সওদাগর ও উপকূল বাসীদের কীভাবে সতর্ক করতে পারে ব্যাখ্যা কর

. চিত্র

. মহাশূন্য কাকে বলে ?
. চাদ ও কৃত্রমি উপগ্রহের মধ্যে পর্থক্য ব্যাখ্যা কর
. P কোন ধরনের জ্যোতিষ্ক ? ব্যাখ্যা কর ?
. P, Q, R সম্পর্কে তুলনা মুলক আলোচনা কর

Comments

Post a Comment

Popular posts from this blog

Computer keyboard

press and hold the Ctrl key, and then press the S key too. You can also find the shortcut keys to their most popular program by looking for underlined letters in their menus. For example, the image to the right has an underline on the "F" in File, which means you can press the Alt key and then the "F" key to access the File menu. Some programs require the user to press and hold Alt to see the underlined characters. In the same image above, you can see that some of the common features, such as Open (Ctrl+O) and Save (Ctrl+S), have shortcut keys assigned to them. As you begin to memorize shortcut keys, you'll notice that many applications share the same shortcut keys. We have a list of the most commonly shared ones in the basic PC shortcut keys section. There are a variety of third party keyboard apps for Android that have all sorts of features. If you want to get your text on for real, then let’s check out the best Android keyboards right...