Skip to main content

কিবোর্ড F1 থেকে F2 এর ব্যাবহার

কিবোর্ড funtion key(F1-F12) এর ব্যাবহার

  • F1 : সাহায্যকারী কি হিসেবেই ব্যবহিত হয়। যখন F1 কি চাপা হয় তখন প্রত্যেক প্রোগ্রামেরই হেল্প পেইজ চলে আসে।
  • F2 : ধারণত কোনো ফাইল বা ফোল্ডার Rename করার জন্য ব্যবহার হয়। Alt+Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ডকুমেন্ট খোলা যায় । Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের প্রিন্ট প্রিভিউ দেখা হয়।
  • F3 : কি চাপলে মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ অপশন চালু হয়।Shift+F3 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের লেখা বড় হাতের থেকে ছোট হাতের বা প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের বর্ণ দিয়ে শুরু ইত্যাদি কাজ করা হয়।
  • F4 : চেপে মাইক্রোসফট ওয়ার্ডের last action performed Repeat করা যায়। Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা হয়। Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা হয়।
  • F5 : চেপে মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি Refresh করা হয়।পাওয়ার পয়েন্টের স্লাইড শো আরম্ভ করা হয়। এবং মাইক্রোসফট ওয়ার্ডের find, replace, go to উইন্ডো খোলা হয়।
  • F6 : চেপে মাউসের কার্সরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যাওয়া হয়। Ctrl+Shift+F6 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয় করা হয়।
  • F7 : চেপে মাইক্রোসফট ওয়ার্ডে লেখা বানান ও গ্রামার ঠিক করা হয় এবং মজিলা ফায়ারফক্সের Creat browsing চালু করা হয়। Shift+F7 চেপে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার ডিকশনারি চালু করা হয়।
  • F8 : কি টি অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে। সাধারণত উইন্ডোজ Safe Mode-এ চালু করার জন্য এই কি টি চাপতে হয়।
  • F9 : কি চেপে Quark 0 এর মেজারমেন্ট টুলবার ওপেন করা হয়।
  • F10 :কি চেপে ইন্টারনেট ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয়।Shift+F10 চেপে কোনো নির্বাচিত লেখা বা লিংক বা ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা হয়।
  • F11 : চেপে ইন্টারনেট ব্রাউজারের ফুল-স্ক্রিন মোড অন-অফ করা হয়।
  • F12 : চেপে মাইক্রোসফট ওয়ার্ডের Save as উইন্ডো ওপেন করা হয়। Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট সেভ করা হয়। এবং Ctrl+Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট প্রিন্ট করা হয়।
computer technology site
আরো জানুন- updating  

Comments

Popular posts from this blog

অষ্টম শ্রেনী বিজ্ঞান (সৃজনশীল প্রশ্ন)

১ম অধ্যায়                   প্রানীজগতের শ্রেনীবিন্যাস ১ . ক . শ্রেনীবিন্যাস কি ? খ . বৈজ্ঞানকি সাম বলতে কি বুঝায় ? গ . P প্রানীটি কোন শ্রেণরি প্রানী ব্যাথ্যা কর । ঘ . প্রানী দুইটি ভিন্ন শ্রেনীতে থাকার কারন বিশ্লেষন কর । ২ . রাহাতের গায়ে মশায় কামড় দেয়া মাত্র সে এটিকে হাত চাপা দিয়ে ধরে ফেলল । একটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সে এর উপাঙ্গ , চক্ষু ও দেহাবরন পর্যবেক্ষন করল । পরবর্তীতে সে তার পাঠ্যপুস্তকের জ্ঞানের আলোকে এটিকে শ্রেনীগত অব্স্থান বোঝার চেষ্টা করল । ক . ফিতাকৃর্মি কোন পর্বের প্রানী ? খ . মানব দেহে নটোকর্ডের অব্স্থান ব্যাথ্যা কর । গ . রাহাতের পর্যবেক্ষনের আলোকে প্রানীটিরি শ্রেনীগতৱ অবস্থান ব্যাখ্যা কর । ঘ . প্রানীটির শ্রেনীগত অবস্থান জানা রাহাতের জন্য প্রয়োজন কেন ? বিশ্লেষন কর ? ২য় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি ১ . ফরাবি স্যার বিজ্ঞান ক্লাসে কোষ বিভাজন নিয়ে আলোচনা করেছিলেন । তিনি বললেন কোষ বিভাজনের একটি ধাপে নিউক্লিয়াসে অবস্খিত সুতার মতো অংশের সেন্টোমিয়ার দুইভাগ হয়ে যায় । ফলে বিভাজিত কোষে এর অসংখ্য অপরিবর্তিত থাকে । ক . কোন ধরনের কোষ বিভাজ